বগুড়ায় অস্ত্র ও মাদকদ্রব্য বিরোধী অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টা থেকে সোমবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়।
সোমবার দুপুরে বগুড়া সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জানান রাতব্যাপী অভিযানে ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মাদক মামলায় ৩৪ জন, তালিকাভুক্ত মাদক কারাবারি ৫ জন, ধারালো বার্মিজ চাকুসহ ৩ জন ও ২৯ জনকে গ্রেফতারি পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গ্রেফতারের মধ্যে সন্দেহভাজন রয়েছে আরো ৩ জন। বগুড়া সদর থানা পুলিশ এই অভিযানে ২৩৫ পিস ট্যাপেন্টাডল, ২৫০ গ্রাম গাঁজা, ১০পিস ইয়াবা ও ৫ লিটার চোলাইমদ উদ্ধার করেছে। এসব ঘটনায় মামলা দায়ের হয়েছে ১২টি। এছাড়াও বার্মিজ চাকুসহ ৩ জন গ্রেফতারে ঘটনায় মামলা হয়েছে ২টি।
এদিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে ৪টি।
গ্রেফতারকৃত ৭৪ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুর ২ টায় আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী, পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা।
বিডি প্রতিদিন/এএম