২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৪৩

পাবনায় নদী থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি:

পাবনায় নদী থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

ফাইল ছবি

পাবনার ভাঙ্গুড়ায় গুমানী নদী থেকে নাফিজ হাসান নয়ন (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়দের ধারণা, রাতে কোনো এক সময় ট্রেন থেকে পড়ে ছেলেটির মৃত্যু হতে পারে। তবে স্বজনদের দাবী তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা রেল ব্রিজের পাশে গুমানি নদী থেকে এ মরদেহটি উদ্ধার করে। 

নিহত নয়ন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের ইকবাল হোসেনের ছেলে ও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কিশোর কৈডাঙ্গা নতুনপাড়া মসজিদে মক্তব পড়ে বাড়ি যাওয়ার সময় রেল ব্রিজের নিচে নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের জানান। পরে কয়েকজন স্থানীয় যুবক মরদেহটি টেনে নদীর তীরে তুলে রেখে থানা পুলিশকে খরব দেন। এ সময় নিহতের কাছে থাকা মোবাইলের সিমকার্ড খুলে অপর একটি মোবাইলে তুলে তার স্বজনদের বিষয়টি জানায়। খবর পেয়ে পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম ও ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম মরদেহটি উদ্ধার করে। 

নিহতের বাবা ইকবাল হোসেন বলেন, বুধবার রাতে আমার ফোনে কল দিয়ে কে বা কারা বলে তোর ছেলেকে মেরে ফেলব। এরপর থেকে ছেলের ফোন নাম্বার বন্ধ পাওয়া  যায়। সকালে পুলিশ জানায়, আপনার ছেলের লাশ পাওয়া গেছে। ছেলেকে ওরা মেরে ফেলেছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি কোন হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর