২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:০১

মাগুরার জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত

মাগুরা প্রতিনিধি

মাগুরার জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিএনপি-জামায়াতের কর্মীদের নিয়ে সামাজিক দল গঠন করায় মাগুরা সদর উপজেলার ৮ নং জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত করেছে সদর উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

 প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িক স্থগিত করা হয়েছে। এছাড়া জগদল ইউনিয়নের সকল অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণার জন্য উপজেলা ও জেলা কমিটির প্রতি জানানো হয়েছে। পাশাপাশি মৎস্যজীবী লীগের জেলা শাখার যুগ্ম আহবায়ক বাবু মোল্যাকে দল থেকে বহিষ্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর