২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:১৭

মুন্সীগঞ্জে বিএনপির পদযাত্রা ও সমাবেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বিএনপির পদযাত্রা ও সমাবেশ

মুন্সীগঞ্জে  বিএনপির পদযাত্রা ও সমাবেশ হয়েছে। শহরের উপকন্ঠ মুক্তারপুরে এই পদযাত্রা বের করে জেলা বিএনপি। শনিবার বেলা ১১টার দিকে গোসাইবাগ গ্রাম থেকে পদযাত্রা বের করে। পরে মুক্তারপুর সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ফেরীঘাটে গিয়ে শেষ হয়। 

এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, জেলা বিএনপি সদস্য আতোয়ার হোসেন বাবুল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজাহান খান, আব্দুস কুদ্দুস ধীরেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব মো. মনির হোসেন, শহর বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র একে ইরাদত মানু, বিএনপি নেতা ভিপি শাহীন মিয়া, সদস্য সচিব মাহবুব-উল-আলম স্বপন, জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব মাসুদ রানা প্রমুখ।
লাবলু মোল্লা

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর