২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৫২

মানিকগঞ্জে চলছে আইনজীবী সমিতির নির্বাচন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে চলছে আইনজীবী সমিতির নির্বাচন

মানিকগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকাল দশটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, ব্যানারে ছেয়ে গেছে আদালত চত্বর। ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। রাজনৈকি ব্যানারে নির্বাচন হলেও আইনজীবী সমিতির নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন। তারা বলেন, সকল আইনজীবীই সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পক্ষে।

এবারও দুইটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মনোনীত সভাপতি পদে নজরুল ইসলাম বাদশা ও সাধারণ সম্পাদক পদে মো. লৎফর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মো. মেজবাউল হক মেজবা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ, এফ, এম নুরতাজ আলম বাহার। অন্যদিকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মতিয়র রহমান আঙুর।

নির্বাচন কমিশনার আসাদুজ্জামান খান আসাদ জানান, ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫টি পদের বিপরীতে দুইটি প্যানেল থেকে ৩০ জন প্রার্থী হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে একজন ও সদস্য পদে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ১৫টি পদের বিপরীতে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৫৮৬ জন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর