পেশাগত কাজে দায়িত্ব পালনকালে মৃত্যুর শিকার পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে রাজবাড়ী জেলা পুলিশ।
আজ বুধবার সকাল ১১টায় রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে রাজবাড়ী পুলিশ লাইনসের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। সেখানে নিহত পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পরে পুলিশ লাইন্সের ড্রিল সেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে নিহত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা। এ সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত করা হয়।আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, স্বাধীনতার প্রথম প্রহর থেকে দেশের প্রতি, দেশের জনগণের প্রতি পুলিশের আত্মত্যাগ রয়েছে। করোনাকালে অনেক পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। আজ তাদের স্বজনরা নির্বাক হয়ে জীবন যুদ্ধ করেছেন। আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের পাশে সব সময় জেলা পুলিশ থাকবেন বলে জানান পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. সাইদুর রহমানসহ জেলার পুলিশের সদস্যবৃন্দ ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল