প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পিডিও (পিস অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাজেশন) এর উদ্যোগে পটুয়াখালীর দুমকিতে দিনব্যাপী এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে দুমকি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো. আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুদ আল মামুন, ফরিদা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার, সরকারি জনতা কলেজ অধ্যক্ষ মো. আবদুল লতিফ, নাসিমা কেরামত আলী মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবু জাফর, দুমকি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেনসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন। পটুয়াখালী জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো‘র উপ-পরিচালক মো. জানে-ই আলম সভায় স্বাগত বক্তব্য পেশ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল