সিলেটে ট্রাকের ধাক্কায় এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়ার জহিরিয়িা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টর চালক সাইদুর রহমান (২৮) সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার মলাইটিলার আয়াছ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাইদুর রহমান নিহত হন।ময়নাতদন্তের জন্য সাইদুরের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শাহপরাণ থানার এসআই মনিরুজ্জামান। দুর্ঘটনার শিকার গাড়ি দুটি থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল