৪ মার্চ, ২০২৩ ১৭:৩৯

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতীকী ছবি

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম মো. আরিফ (২৭)। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার দুপুর আড়াইটায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি পাড়ায় একটি খোলা জিপ অর্থাৎ চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীসহ মোটরসাইকেল আরোহী আরিফের গাড়ির। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কিন্তু তার আগেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহীর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। পরে জব্ধ করা হয় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি।

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, যে খোলা জিপের সাথে সংঘর্ষ হয়ে দুর্ঘটনা হয়েছে, সেটি খুঁজে বের করা হবে। নিহত আরিফ বাঙ্গালহালীয়া শফিপুর ছালাম মার্কেট এলাকার বাসিন্দা মো. রবি হোসেনের বড় ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর