নোয়াখালীতে যক্ষ্মা রোগী শনাক্তকরণ ও যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের সাথে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটাবের জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিক উল্যাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাইজদী বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. আবু রায়হান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফপিএবি নোয়াখালী জেলা শাখার সভাপতি ও ডায়াবেটিস সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ, অধ্যক্ষ হারুনুর রশিদ, অধ্যক্ষ তকদীর হোসেন, সাংবাদিক বিকাশ সরকার, সম্পাদক হারুন, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, সাংবাদিক আবু নাছের মঞ্জু, সাংবাদিক আসাদুজ্জামান কাজল ও আবুল হাসনাত বাবুলসহ প্রমুখ। বক্তারা যক্ষ্মা প্রতিরোধে সচেতন ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।বিডি প্রতিদিন/এমআই