৬ মার্চ, ২০২৩ ১৬:১৭

মাগুরা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত
মাগুরা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এ সম্মলনে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। 
 
জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক দাউদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে সম্মিলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান।
 
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যকারী কমিটির সভাপতি সাইফুল আলম মানিক, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম, সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক  আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব সজল মোল্যাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
আলোচনা শেষে কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক আহ্বায়ক দাউদ জোয়ার্দারকে সভাপতি ও সদস্য সচিব সজল মোল্যাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
 
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর