৬ মার্চ, ২০২৩ ২০:১৭

দিনাজপুরে শিশু-কিশোর নাট্য উৎসব

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে শিশু-কিশোর নাট্য উৎসব

'শতবর্ষী মঞ্চ মুখরিত হোক শিশু-কিশোরদের সংলাপে' এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে শিশু-কিশোর নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। আলোচনা শেষে দিনাজপুর নাট্য সমিতির নাটক ও সম্বিত সাহা সেতুর নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা নাটক মঞ্চস্থ হয়। 

৯ মার্চ হতে ১৪ মার্চ প্রতিদিন বিকাল ৫টা হতে শিশু নাট্য উৎসব অনুষ্ঠিত হবে এবং ২০ মার্চ সমাপনী ও পুরস্কার বিতরণ এবং নয়ন বার্টেল এর নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দিনাজপুর নাট্য সমিতির প্রযোজনায় খ্যাতির বিড়ম্বনা নাটকটি মঞ্চস্থ হবে।

সোমবার বিকালে দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ৮দিনব্যাপী ১ম শিশু-কিশোর নাট্য উৎসবের উদ্বোধন করা হয়। নাট্য উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উদ্বোধক বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। 

এসময় র‌্যালিটির নেতৃত্ব দেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্তঘোষ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত, নবরূপীর সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়াসহ বিভিন্ন সংগঠনের ও নাট্য উৎসবের অংশগ্রহনকারী শিশু নাট্য শিল্পীবৃন্দ। 

পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর