৭ মার্চ, ২০২৩ ১৫:০৩

মাগুরায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগ শহরের জামরুলতলা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সী রেজাউল হক, শাখারুল ইসলাম শাকিল, মকবুল হাসান মাকুল, নাহিদ খান প্রমুখ।

এর আগে সকালে স্থানীয় নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজাসহ সরকারি দপ্তরসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর