শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোটরসাইকেল সাথে ট্রলির সংঘর্ষে বাবা আবু ইউসুফের সামনেই শিশুডুত্র ইমতিয়াজ (৩) এর মৃত্যু হয়েছে। বুধবার নড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ড বালুর মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক ট্রলিটি আটক করেছে পুলিশ।
নিহত ইমতিয়াজ (৩) বরিশাল জেলার হিজলা উপজেলার আবু ইউসুফ এর ছেলে। এসময় আবু ইউসুফও গুরুত্বর আহত হয়েছেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাবা আবু ইউসুফ তার ছেলে ইমতিয়াজকে (৩) নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়িয়া বালুর মাঠ এলাকা একটি ট্রলি মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থালে ইমতিয়াজের মৃত্যু হয়। এসময় ট্রলিটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।বিডি-প্রতিদিন/শফিক