জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘বাংলাদেশ আজ অত্যন্ত অনিশ্চয়তার দিকে যাচ্ছে। বাংলাদেশ আজ আগ্নেয়গিরির মধ্যে আছে। যে কোনো সময় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা আমাদের আশঙ্কা।’
তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে এটা আংশিক সত্য। তাহলে ডলারের দাম কমলো কেন? কারণ, সিন্ধুকে টাকা নেই। টাকা পাচার হয়ে গেছে। তাই নতুন নোট ছাপা হচ্ছে। এ টাকা, এ কাগজের কোনো মূল্য নেই। বাংলাদেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। মেগা প্রজেক্টের নামে অপ্রয়োজনীয় লোন নিয়ে দেশকে ধ্বংস করে দিচ্ছে সরকার।’
আজ শনিবার কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘তারা কতক সময় সংবিধান সংশোধন করেছে, কতক সময় সব প্রতিষ্ঠানকে সরকারি দলের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আগামী নির্বাচন কেমন হবে, বুঝতেই পারছেন। আমরা আগামী সংসদ নির্বাচন নিয়ে রূপরেখা দেবো।’
তিনি আরো বলেন, ‘মানুষ বৈষম্য থেকে মুক্তির জন্য যুদ্ধ করেছে। স্বাধীনতার উদ্দেশ্য ছিল একটি জনগণের রাষ্ট্র কায়েম করার। আজ আমি এমন কথা বলব না, যেটার জন্য আমার ফাঁসিও হয়ে যেতে পারে। আজ মুক্তিযুদ্ধের চেতনাকে লাঞ্ছিত করা হচ্ছে। কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে। দরিদ্র আরো দরিদ্র হচ্ছে। কারণ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হচ্ছে না। দেশে কি আজ প্রজাতন্ত্র আছে?’
‘আপনারা কুমিল্লা বিভাগের দাবি তুলেছেন। হয়নি। আপনাদের কথা কেউ শোনে? শোনে না। আগামীতে ভোট দিতে পারবেন? পারবেন না। এখন দেশে কী চলছে বলেন? দেশে গণতন্ত্র আছে? পৃথিবীর কেউ আজ বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে না’, যোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘আজকে কুমিল্লার মানুষ জেগে উঠেছে। কারণ, গত ৩২ বছর দুটি জালিম সরকার দেশটাকে শেষ করে দিয়েছি। আমরা একবার নয়, দুইবার নয়, চারবার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি। এ কারণে আমরা আওয়ামী লীগের দালাল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। এমনটা চলতে দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনে করে বিএনপি ক্ষমতায় আসলে তাদের বেহশত থেকে নামিয়ে রাস্তায় পেটাবে। বিএনপি মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপিকে মুসলিম লীগ বানাবে।
ওবায়দুল কাদের সাহেব বলেন, খেলা হবে...। কাদের সাহেব, বেকারত্ব দূরীকরণের খেলা কোথায়? বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার তৈরির কারখানা। এটাকে পরিবর্তন করুন।’
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী, কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর কবির মজুমদারসহ কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে এয়ার আহমেদ সেলিমকে পুনরায় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন মুন্সী ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের মোহনের নাম ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ