১২ মার্চ, ২০২৩ ১৫:৫৬

ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ১

প্রতীকী ছবি

ময়মনসিংহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহী শ্যামগঞ্জ কলেজের প্রভাষক নাজমুল হাসান সরকার (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বজন ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে নগরীর কালিবাড়ী পুরাতন খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজমুল হাসান সরকার ময়মনসিংহ সদর উপজেলার নামা কাতলাসেন এলাকার বাসিন্দা। কলেজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন।
তিনি জানান, নগরীর থানার ঘাট হয়ে নদীর পাড় দিয়ে বাইকযোগে পাটগুদাম ব্রীজের দিকে যাচ্ছিলেন নিহত নাজমুল হক সরকার। পথে কালিবাড়ী পুরাতন খেয়াঘাট এলাকায় তার বাইকটি একটি খালি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর