বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিএআরআই) ৭০ জন কৃষকের মাঝে জৈব বালাইনাশক বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএআরআই’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আখতারুজ্জামান সরকার।
বিডি প্রতিদিন/এএম