নরসিংদীতে আদালতে জামিন নিতে এসে বিপাকে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন। ওই সময় খোকনের ৫ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের হামলায় আহত হয়েছেন বিএনপির দুই সমর্থক।
এছাড়া নরসিংদী জেলা ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীদের পদ দিতে ও আংশিক কমিটি বাতিল করে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার দাবিতে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছে ছাত্রদলের ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীরা।
পদবঞ্চিত নেতা-কর্মীদের করা মামলায় রবিবার দুপুরে খায়রুল কবির খোকন হাজিরা দিতে নরসিংদী জেলা জজ আদালতে আসলে তার বিরুদ্ধে স্লোগান দেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা। ওই সময় স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেন তারা।
এদিকে দুপুরে ফুয়াদ ও আশ্রাফুল নামে বিএনপির দুই সমর্থক নরসিংদী নির্বাচন কমিশন কার্যালয় থেকে ফেরার পথে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও পদবঞ্চিত নেতা মাইন উদ্দিন এর সর্মথকরা তাদের উপর হামলা চালায়। ওই সময় একজনের মাথা ফেটে যায়।
রবিবার দুপুরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাইন উদ্দিন, ছাত্রদল নেতা মাইদুল ইসলাম নিহাদ, ফাহিম রাজ অভি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পদবঞ্চিত নেতা-কর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের বিরুদ্ধে কথা বলায় ত্যাগী নেতা-কর্মীদের উপর হামলা হয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় করা মামলায় খোকনের জামিন বাতিলের আবেদন জানান তারা ও অবিলম্বে পদবঞ্চিত নেতা-কর্মীদের জেলা ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করে বরাবরের মতো বিএনপির আন্দোলন সংগ্রামে অবদান রাখার আহ্বান জানান।
বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন বলেন, আদালতে হাজিরা দিতে আসলে আমার ৫ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। অথচ ডিসি রোডে মানববন্ধন করে বিএনপির সমর্থকদের পেটালেও তাদের গ্রেফতার করছে না পুলিশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ