ফেনীর আলোচিত গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি পৌর কাউন্সিলর আবুল কালাম আদালতে আত্মসমর্পণ করেছে। এসময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আবুল কালাম ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর। ২০২১ সালের ১৬ জুলাই ঈদুল আজহার আগে এক মৌসুমি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। গরু ব্যবসায়ী শাহজালাল কাউন্সিলর আবুল কালামকে তার নির্ধারিত চাঁদা না দেয়ায় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। হত্যার পর শাহজালালে ভাই ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে দীর্ঘ প্রায় দুই বছর সে আত্মগোপনে ছিল।
সোমবার সে ফেনীর আদালতে আত্মসমর্পণ করে।
কোর্ট পুলিশের ওসি গোলাম জিলানী, কাউন্সিলর আবুল কালামের আত্মসমর্পণ ও জেল হাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন