ফরিদপুরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, প্রফেসর মো. শাহজাহান, এনজিও ব্যক্তিত্ব মো. আজহারুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভায় ফরিদপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল