ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির (২০২৩-২৭) এর নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৭ জন নির্বাচিত হয়েছেন।
জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
২০২৩-২৭ সালের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ সভাপতি শাহ মোঃ ইশতিয়াক আরিফ, অমিতাভ বোস, এস এম এ আহসান তুহিন, একে এম হাসিবুল আমিন সিদ্দীকি লিপন, সাধারণ সম্পাদক শামীম হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ মাছুদুর রহমান চুন্নু, যুগ্ম সম্পাদক প্রনব কুমার মুখার্জী, শেখ নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আলী আজগন মোল্লা।
নির্বাহী সদস্যরা হলেন মোঃ মোসলেম উদ্দিন, আমিনুর রহমান ফরিদ, মোঃ মজিবুল হক ফিরোজ, মোঃ মোখলেছুর রহমান বাবলু, ইদ্রিস খান, মোঃ আবুল কালাম আজাদ, জাভেদ পারভেজ শাহীন, মোঃ কামরুজ্জামান কামরুল, অমরেন্দ্র চন্দ্র সাহা, আশুতোষ গুহ, একে এম সোয়েবুর রহমান খান কচি, এস এম মেহেদী মিনার, অজিত কুমার সাহা (স্বাধীন), মোঃ রিজন মোল্যা, মোঃ ফারুক হোসেন, গোলাম মোঃ নাছির, আইভী মাসুদ, আফরোজা বেগম। পদাধিকার বলে জেলা প্রশাসক ক্রীড়া সংস্থার সভাপতি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন