১৩ মার্চ, ২০২৩ ১৮:৫৪

মানববন্ধনে এসে অসুস্থ হয়ে পড়লেন শিক্ষক

লালমনিরহাট প্রতিনিধি

মানববন্ধনে এসে অসুস্থ হয়ে পড়লেন শিক্ষক

মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা শাখা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। তবে মানববন্ধন কর্মসূচি পালন শেষে স্মারকলিপি প্রদানের আগেই আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

তিনি হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাব্বর হোসেন (৫০)। বিভিন্ন শ্লোগান দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মোসাব্বর হোসেন। পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান শেষে অসুস্থ শিক্ষককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

সোমবার বেলা ১১টায় জেলার মিশনমোড় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং মানববন্ধন শেষে দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলার মিশনমোড় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ও পাঁচ উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষক, শিক্ষিকা মিছিল নিয়ে স্মারকলিপি প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানেই শ্লোগান দিতে দিতে ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

মানববন্ধনে বক্তারা বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান। আর আগামী ২০ মার্চের মধ্যে এসকল দাবি মেনে না নিলে ঢাকায় বৃহৎ আন্দোলন গড়ে তেলার হুমকি দেন তারা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর