সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ছোলার দাম কেজিতে কমেছে ৫-৭ টাকা। বাজার ওঠানামা করছে। কখনো দাম বাড়ছে আবার কখনো কমছে। কয়েকদিন আগেও ছোলা বিক্রি হয়েছে ৯০-৯২ টাকা কেজি।
বর্তমানে দাম কমে ৮০-৮৬ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি স্বাভাবিক থাকায় দামও কিছুটা কমেছে। ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ১৫ হাজার টন ছোলা আমদানি হয়েছে। আমদানি অব্যাহত থাকলে আসন্ন রমজানে ছোলার দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে ব্যবসায়ীদের দাবি।
সোমবার সকালে হাকিমপুরের হিলি বাজারে এমনটা জানায় ব্যবসায়ীরা। তবে দিনাজপুরের খুচরা বাজারে এর প্রভাব এখনও পড়েনি।
হিলিবন্দরের ছোলা বিক্রেতা মো.ফারুক হোসেন বলেন, আমি প্রতিবছর রোজার আগে হিলি থেকে ছোলা কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকি। কয়েকদিন আগে স্থলবন্দরের যে ছোলার দাম ছিল বর্তমানে তার চেয়ে কেজিতে কমেছে ৫-৭ টাকা। তবে ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।
ব্যবসায়ী নাজির হোসেন বলেন, প্রতিবছর রোজায় ছোলার চাহিদা বাড়ে। এ কারণেই ফেব্রুয়ারি মাস থেকে এলসি খোলা শুরু করেন ব্যবসায়ীরা। গত মাসে যেসব এলসি খোলা ছিল এখন সেসব এলসির ছোলা আসছে। আমদানি স্বাভাবিক থাকায় দামও কিছুটা কমেছে।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন প্রতাব মল্লিক সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারি মাসে ৭ হাজার টন এবং চলতি মাসের ১২ দিনেই আমদানি হয়েছে ৮ হাজার টন ছোলা।
বিডি প্রতিদিন/এএ