পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর একটি খালের কচুরিপানার মধ্য থেকে মো. দোলন গাজী (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নে খাল থেকে কলাপাড়া থানা এবং পিবিআই পুলিশের একটি টিম তার লাশটি উদ্ধার করে। নিহত দোলন গাজী ওই ইউনিয়নের লোন্দা গ্রামের মো. ফোরকান গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সে নিখোঁজ হলে মঙ্গলবার তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনদিন পর খালের কচুরিপানার মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটিতে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।বিডি প্রতিদিন/এএম