১৬ মার্চ, ২০২৩ ১৬:০৪

চাঁপাইনবাবগঞ্জে ৫৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ৫৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সীমান্ত থেকে আটক প্রায় ৫৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বৃহস্পতিবার সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের  মাঠে এই মাদকদ্রব্য গুলো ধ্বংস করা হয়। মাদকদ্রব্য গুলো ২০১৯ সালের ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর অবধি বিভিন্ন সিমান্তে উদ্ধার করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর রপ্তরের রিজিয়ন কামান্ডার বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন, রাজশাহী সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লফিত খান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান, র‍্যাব-৫ এর সহকারী অধিনয়াক রুহ ফি তৌকির আহমেদ, সহকারী কমিশনার জোবায়ের জাহাঙ্গীরসহ অনান্যরা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর