দিনাজপুরের চিরিরবন্দরে মৌমাছির কামড়ে জগদিশ চন্দ্র সরকার নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের যতিন সরকারপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
মৃত জগদিশ চন্দ্র সরকার (৬৫) চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের যতিন সরকারপাড়ার মৃত রাজেন্দ্র নাথ সরকারের ছেলে।
এলাকাবাসীরা জানায়, দক্ষিণ নশরতপুর গ্রামের যতিন সরকারপাড়ার জগদিশের বাড়ির পাশে জামগাছে মৌমাছি চাক করেছিল। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই জামগাছের মৌমাছির চাকে হঠাৎ বহলা পাখি আক্রমণ করে। এতে শত শত মৌমাছি এসে জগদিশসহ তাদের গরু-ছাগলকে আক্রমণ করে কামড় দেয়। মৌমাছির কামড়ে তিনি গুরুতর আহত হন। পরে বিকাল ৫টার দিকে অসুস্থ জগদিশকে তার পরিবারের লোকজন রানীরবন্দরে চিকিৎসকের নিকট নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নশরতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার আজাহার আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।