নুসরাত জাহান মিম নামের ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে রাখা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ। এর আগে শনিবার রাত ৯টার দিকে বাড়ির পাশে নিতাই নদীর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে রাত ১১টার দিকে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ বলছে, ওই মেয়েকে কৌশলে বাড়ি থেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণের পর প্রমাণ না রাখতেই করতে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ নদীতে ফেলে রেখে চলে যায় ধর্ষকরা। পরে রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান জানান, এ ঘটনায় রবিবার বিকালে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ইতিমধ্যে তারা চাঞ্চল্যকর তথ্যও দিয়েছে। আশা করছি খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা যাবে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        