শিরোনাম
২১ মার্চ, ২০২৩ ১৭:৩৩

হাবিপ্রবিতে স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবিতে স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)“স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম” বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 
মঙ্গলবার সকাল ১০টায় হাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আইকিউএসি কনফারেন্স রুমে বিভিন্ন অনুষদ/বিভাগের কর্মকর্তাবৃন্দের জন্য “স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম” বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিএসই অনুষদের ডীন প্রফেসর মোঃ মেহেদী ইসলাম। রিসোর্স পার্সন ছিলেন হাবিপ্রবির আইটি সেলের সিনিয়র প্রোগ্রামার মোঃ ওয়ালিদ ইসলাম, প্রোগ্রামার মোঃ আবু হেনা মোস্তফা কামাল, কম্পিউটার প্রোগ্রামার মোঃ আতিকুর রহমান, কম্পিউটার প্রোগ্রামার মোঃ রাসেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান।  

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর