শিরোনাম
২২ মার্চ, ২০২৩ ০২:৫৩

নেত্রকোনা প্রেসক্লাবের নির্বাচন স্থগিতাদেশে প্রতিবাদ সভা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রেসক্লাবের নির্বাচন স্থগিতাদেশে প্রতিবাদ সভা

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের বুধবার (২২ মার্চ) এর দ্বি-বার্ষিক নির্বাচনে সাংবাদিক কোঠায় ৩ জন সরকারি চাকরিজীবিসহ নানান অনিয়মের অভিযোগে চুড়ান্ত ভোটার তালিকাকে চ্যালেঞ্জ করে বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞার আবেদন মঙ্গলবার (২১ মার্চ) মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। অনুষ্ঠিতব্য নির্বাচনে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসক্লাবের সাংবাদিকরা।

এদিন সন্ধ্যায় জেলা প্রেসক্লাব হল রুমে আয়োজিত এক জরুরী প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত নেন সাংবাদিক নেতারা। প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে জরুরি সভায় সম্পাদক এম মুখলেছুর রহমান খান উপস্থিত সদস্যদের সামনে বিস্তারিত তুলে ধরে মতামত চান।  পরে জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিবাদ সভায় সম্পাদক এম মোখলেছুর রহমান খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শ্যামলেন্দু পাল, মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সদস্য সচিব ও বাসসের সাংবাদিক এম ফখরুল হক, সমকালের খলিলুর রহমান শেখ ইকিবাল, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আলপনা বেগম, চ্যানেল আইয়ের জাহিদ হাসান, এনটিভির ভজন দাস, একুশে টিভির মনোরঞ্জন সরকার, যুগান্তর ও যমুনা টিভিরস্টাফ রিপোর্টার কামাল হোসেন, প্রথম আলোর পল্লব চক্রবর্তী, মাইটিভির আনিসুর রহমান, নিউজ টুয়েন্টিফোরের সোহান আহমেদ, ভোরের ডাক পত্রিকার নাজমুশ শাহাদাত নাজু, এটিএন নিউজের শামীম আহমেদ, চ্যানেল ২৪'র হানিফ উল্লাহ আকাশ, একাত্তর টেলিভিশনের সুব্রত সাহা সুমন, মাছরাঙ্গা টিভির মীর মনিরুজ্জামান, এটিএন বাংলার জাহাঙ্গীর আলমসহ জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর