২৩ মার্চ, ২০২৩ ১৭:০৭

নাসিরনগরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

ব্রাহ্মণনাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান, পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে আউশ ধান ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

নাসিরনগর উপজেলা প্রশাসন ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গী সরকার শান্তাসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

আউশ ধান ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে আউশ ধান বীজ ৫ কেজি, পাট বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি ১০ কেজি বিতরণ করা হয়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর