বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। সভার শুরুতে মুক্তিযুদ্ধে শহীদ এবং ১৫ আগস্ট জাতির জনকসহ সকল শহীদ ও শহীদ জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আলতাব হোসেন।
আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি চিত্তরঞ্জন শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুস কান্তি দে, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ, স্থানীয় প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব ইতিহাসের সবচেয়ে ঘৃনিত অমানবিক গণহত্যার স্বীকৃতি ৫২ বছরেও জাতিসংঘ না দেয়াটা দুঃখজনক। বঙ্গবন্ধু’র নির্দেশে পরিচালিত মুক্তিযুদ্ধের ইতিহাসকে ১৫ আগস্টের পর একাধিকার বিকৃতকরে উপস্থাপন করার ষড়যন্ত্র হয়েছে। বক্তারা পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, আল্লাহর নিকট আমরা শুকরিয়া আদায় করছি তিনি আমাদেরকে স্বাধীনতা আর নিজস্ব ভূখণ্ড দিয়েছেন। বর্বর আর অসভ্য জাতির কবল থেকে বাঙ্গালি জাতিকে মুক্তি দিয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম