বাগেরহাটের মোরেলগঞ্জে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী (৩২) আবারও ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার বেলা ৯টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার আদর্শপাড়া এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাকে ২০৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় অভিযানে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার ব্যানার্জী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে ইয়াবাসহ ইব্রাহিম ফরাজীকে পুলিশে সোপর্দ করেছেন তারা।
আব্দুল কাদের ফরাজীর ছেলে ইব্রাহিম ফরাজী ২৪৫ পিস ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেফতার হওয়ায় ২০১৯ সালের ১০ জুলাই ছাত্রলীগ থেকে তাকে বহিস্কার করা হয়। ওই সময় সে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদে ছিল। গত ২৬ ফেব্রুয়ারি ১৪০ পিস ইয়াবাসহ মোরেলগঞ্জ থানা পুলিশ ইব্রাহিম ফরাজীকে গ্রেফতার করেছিল। সেই মামলায় জামিনে মুক্ত হওয়ার ৩ দিন পরে আজ আবারও সে ইয়াবাসহ গ্রেফতার হল।
২০২২ সালের ১৮ মে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ মহিমা আক্তার মৌ নামে এক বহিরাগত নারীকে পুলিশ গ্রেফতার করে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় ইব্রাহিম ফরাজী আসামি রয়েছেন বলে থানা পুলিশ জানিয়েছে।
বিডি প্রতিদিন/এএ