৩০ মার্চ, ২০২৩ ১৯:৫৭

নেত্রকোনায় কেয়ারগিভার ও নার্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় কেয়ারগিভার ও নার্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

এই প্রথম নেত্রকোনায় বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থানের লক্ষ্যে কেয়ারগিভার ও নার্সিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের মোক্তারপাড়া পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে এই কর্মশালার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে নেত্রকোনা। প্রাথমিকভাবে ৫৭ জনকে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমেদ জাবেদ জামালের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। এসময় পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্যানেল মেয়র এস এম মহসীন আলম, চিকিৎসক হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান কবির রিয়াদ, প্রশিক্ষক ডাক্তার খায়রুন নাহার, সংগঠক সাংবাদিক আলপনা বেগম ও কামাল হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর