৩০ মার্চ, ২০২৩ ২০:০৩

রাজশাহীতে যুবকের আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে যুবকের আড়াই
লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজশাহী মহানগরীতে এক ব্যক্তির আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম বাহাদুর রহমান। তিনি রাজশাহী জজ আদালতে রেকর্ড সহকারী হিসাবে কর্মরত।
ভুক্তভোগী বাহাদুর রহমান জানান, আড়াই লাখ টাকা তিনি তার মোটরসাইকেলে করে ব্যাংকের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাহেববাজার স্যান্ডেল পট্টির কাছে চলন্ত মোটরসাইকেলের সাইডে ঝুলিয়ে রাখা ব্যাগটি নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। এ সময় তিনি চিৎকার করলেও তার সহযোগিতায় কেউই এগিয়ে আসেননি। পরে তিনি বোয়ালিয়া থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। 
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সোহরাওয়ার্দী জানান, ভুক্তভোগী যুবকের সঙ্গে কথা হয়েছে। তার দাবি, মোটরসাইকেল থেকে ওই ব্যাগটি নিয়ে পালিয়েছে কোনো একজন। এটা চুরির ঘটনা। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর