৩০ মার্চ, ২০২৩ ২০:৩৪

মানিকগঞ্জ সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসা প্রদান শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসা প্রদান শুরু

মানিকগঞ্জ সরকারি ২৫০ শয্যা সদর হসপাতালে বৃহস্পতিবার থেকে বৈকালিক চিকিৎসা সেবা শুরু করেছেন চিকিৎসকরা। স্বাস্থমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের পর বিকাল সাড়ে ৩টা থেকে হাসপাতালের চেম্বারে এই স্বাস্থ্যসেবা প্রদান শুরু হয়।

বৃহস্পতিবার হাসপাতালের চারজন বিশেষজ্ঞ ও একজন এমবিবিএস ডাক্তার এই সেবা কাজে অংশ নেন। একজন চিকিৎসক সপ্তাহে দুইদিন ৩ ঘণ্টা করে সেবা দেবেন। এই সময়ে প্যাথলজিক্যাল টেস্টও করা হবে।

কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সানোয়রুল হক, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, পৌর মেয়র মো. রমজান আলী উপস্থিত ছিলেন। 

বৈকালিক স্বাস্থ্যসেবা পেয়ে রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। তারা জানান, সকালে বিভিন্ন কাজের কারণে সময় পান না তারা। বিকালে ডাক্তার দেখাতে পেরে তারা খুশি। এ সেবা চালু থাকলে কর্মজীবীরা স্বাচ্ছন্দ্যে ডাক্তার দেখানোর সুযোগ পাবেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর