ভোলার মনপুরায় বাড়ির পুকুরে ডুবে আলবির হাওলাদার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজার সংলগ্ন আলাউদ্দিন চেয়ারম্যানের বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
শিশু আলবির মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের ছেলে আলবির নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল