মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল থেকে পড়ে বেবী(৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৬ টার দিকে গাংনীর চোখতোলা জোড়পুকুর মাঠের মধ্যে খানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবী গাংনী উপজেলার রায়পুর গ্রামের ভারত প্রবাসী তুষার আলীর স্ত্রী ও একই গ্রামের রাহিম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, সকালের দিকে বেবী ও তার বাবা মোটরসাইকেলে করে বাড়ি থেকে বামন্দির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চোখতোল নামক স্থানে উচু রাস্তা থেকে নিচু রাস্তায় নামার সময় বেবী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এসয় তার মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গাংনী স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা শুরুর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্তব্যরত চিকিৎসক এমকে রেজা বেবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন