নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক আমঝুপী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লা বাবুল মাস্টার, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের সভাপতি লিয়াকত আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল