শ্রীমঙ্গলে ইস্টার সানডে উদযাপিত হয়েছে। রবিবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাথলিক মিশনের পুরাতন নটরডেম স্কুল মাঠে শুরু হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস বা ইস্টার সানডে। এ অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রীমঙ্গল পুনরুত্থান সূর্যোদয় আন্তমান্ডলিক উপাসনা কার্যকরী কমিটি।
প্রার্থনা সভায় যিশু খ্রিস্টের জীবনী নিয়ে আলোচনা করেন শ্রীমঙ্গল পুনরুত্থান সূর্যোদয় আন্তমান্ডলিক উপাসনা কার্যকরী কমিটির সভাপতি ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আন্তমান্ডলিক কমিটির সদস্য বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের (বিবিসিএফ) জ্যেষ্ঠ পালক রেভা. জন ব্রাইট গাজী।
এসময় আরও উপস্থিত ছিলেন চার্চ অফ গড লুমডনবক মিশনের পালক রেভা: পাইরিন সুটিং, পালক রেভা: এব্রিংটন পলং, রেভা:সখরিয় কট, সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সহসাধারণ সম্পাদক ফিলা পতমী, চার্চ অফ গড লুমডনবক মিশনের সাধারণ সম্পাদক লাভলী সুছিয়াং, আন্তমান্ডলিক কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ ডমিনিক সরকার রনি, শাকিল পামথেত প্রমুখ। প্রার্থনা সভার ফাঁকে ফাঁকে খ্রিস্টীয় ধর্মীয় সংগীত পরিবেশন করেন বরমচাল চার্চ অফ গড লুমডনবক মিশনের সদস্যরা।বিডি প্রতিদিন/এমআই