৯ এপ্রিল, ২০২৩ ১৬:৪০

লক্ষ্মীপুরে গাঁজা-ফেন্সিডিলসহ যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে গাঁজা-ফেন্সিডিলসহ যুবক আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গাঁজা ও ফেন্সিডিলসহ মো. মনির হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শনিবার বিকেলে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল জব্দ করে র‌্যাব। 

রবিবার বিকেল ৩টার দিকে র‌্যাব ১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক মনির হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জে মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব। এ সময় মাদক বিক্রেতা মনির হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে দশটি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব ১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মনির হোসেন দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। সে কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্নস্থানে মাদক বিক্রি করতো। মাদকের মতো সামজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর