অবসর নিয়ে পুলিশের সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন কনস্টেবল মিজানুর রহমান। রবিবার বিকেল চারটার দিকে টাঙ্গাইলের সখীপুর থানা থেকে পার্শ্ববর্তী বাসাইল উপজেলায় গ্রামের বাড়িতে ওসি’র গাড়ি দিয়ে পৌঁছে দেওয়া হয় তাকে।
এর আগে তাকে ফুল, ক্রেস্ট ও অন্যান্য ব্যবহার সামগ্রী দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানায় সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন, সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন, এসআই আব্দুল করিম, এসআই মেহেদী হাসান প্রমুখ।
বিদায়ী কনস্টেবল মিজানুর রহমান বলেন, পুলিশের দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষার্থে সদা নিজেকে নিয়োজিত রেখেছিলাম তার ফল হিসেবে আজ সম্মানের সাথে ওসি স্যারের সাজানো গাড়িতে চড়ে বাড়ি যাচ্ছি।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, কনস্টেবল মিজানুর রহমান একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল মানুষ। বর্তমান সময়ে পুলিশের এই উজ্জ্বল ভাবমূর্তির পিছনে এদের মতো অনেক কনস্টেবলের সহযোগিতা আছে।
বিডি প্রতিদিন/নাজমুল