১০ এপ্রিল, ২০২৩ ১২:২৬

ঈদ সামনে রেখে নেত্রকোনায় ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু

নেত্রকোনা প্রতিনিধি

ঈদ সামনে রেখে নেত্রকোনায় ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু

ঈদ সামনে রেখে নেত্রকোনায় ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনায় ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। একযোগে জেলার ১০ উপজেলার কার্ডধারী এক লাখ ৭০ হাজার ৩৩৪ পরিবার পাবেন ন্যায্যমূল্যের পণ্য।

শহরের পৌর এলাকার মোক্তারপাড়া মাঠের শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও পৌরসভাগুলোর সার্বিক সহযোগিতায় সোমবার সকালে বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এসময় চিনি ৬০ টাকা কেজি, মসুর ডাল ৭০ টাকা কেজি এবং এক লিটার তেল ১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানান উদ্বোধক। এই বিক্রয় কার্যক্রম চলবে ঈদের আগ পর্যন্ত।

জেলার ১০ উপজেলা ও ৫টি পৌরসভায় ভর্তুকি মূল্যে এসকল ভোজ্যপণ্য ঈদ উপলক্ষে ২ কেজি করে ডাল, তেল, ও ২ লিটার চিনি বিক্রয় করা হবে বলেও জানা যায়। 
এসময় অন্যান্যের মাঝে পৌর মেয়র নজরুল ইসলাম খান, এডিসি মামুন খন্দকার, প্যানেল মেয়র এস এম মহসীন আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারসহ প্রশাসনের এবং জনপ্রতিনিধিদের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর