চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে মনিরুল ইসলাম হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বুলবুলি গ্রামের মো.১ একরামুল হকের ছেলে বাবু (৩৩) এবং একই এলাকার মোক্তার হোসেনের ছেলে বাদল(৩৫)।
বুধবার ভোর রাত সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন বকচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে ভারত পালিয়ে যাবার জন্য তারা সীমান্ত এলাকায় অবস্থান করছিল।  চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার  ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, নিহত মনিরুলের স্ত্রী উজলেফা বেগম বাদী হয়ে গত সোমবার বাবু ও বাদলসহ অজ্ঞাত আরো ৫/৬জনকে আসামী করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে সদর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর এলাকায় অভিযান চালিয়ে বাবু ও বাদলকে গ্রেফতার করে। 
প্রসঙ্গত, গত রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে পূর্ব শত্রুতার জেরে মো. মনিরুল ইসলামকে বাড়ির ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয়। 
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        