১৩ এপ্রিল, ২০২৩ ১৪:২৩

বান্দরবানে সাংগ্রাই র‌্যালি ও প্রবীণ পূজা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে সাংগ্রাই র‌্যালি ও প্রবীণ পূজা

মাহা সাংগ্রাইং আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বৃহস্পতিবার ১৩ এপ্রিল থেকে বান্দরবানে বসবাসকারী মারমা সম্প্রদায়ের বর্ষবরণ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় রাজার মাঠ এলাকায় বেলুন উড়িয়ে ৫ দিনব্যাপী সাংগ্রাই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মারমা ছাড়াও অন্যান্য নৃ-জনগোষ্ঠী এবং বাঙালি সংস্কৃতি কর্মীরা আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।

পরে বান্দরবান কেএসআই মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রবীণ পূজা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সকল জাতিগত বিভেদ এবং হিংসে ভুলে নতুন বছরে শান্তির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকার করতে নবীন-প্রবীণদের প্রতি আহ্বান জানান।

সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদ সূত্র জানায়, ৫ দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে উপষদ গ্রহণ, তৃতীয় দিনে শঙ্খনদীর উজানীপাড়া ঘাটে বুদ্ধমূর্তি স্নান, মূর্তি পানিবর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চতুর্থ দিনে মৈত্রী পানিবর্ষণ ও বিভিন্ন পাড়ায় বর্ষবরণ অনুষ্ঠান এবং পঞ্চম দিনে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে মারমা বর্ষপুঞ্জি ১৩৮৫ সালকে বরণ করা হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর