প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাড়ে ১৪ হাজার দুস্থ মানুষের মাঝে শেখ হেলাল উদ্দিন এমপি প্রধানমন্ত্রীর পক্ষে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী-২ গাজী হাফিজুর রহমান লেকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নার হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিডি প্রতিদিন/এমআই