ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাই মেহেদী হাসানের ধারালো অস্ত্রের আঘাতে আজীম আলী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আজীম পেশায় মাইক্রো চালক। রবিবার সন্ধ্যায় উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আপন দুই ভাই রমজান আলী ও ইসরাইল হোসেন সাথে জমাজমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। ইসরাইল হোসেনের স্ত্রী নিলুফা ইয়াসমিন স্থানীয় মালিয়াট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য। সে জন্য স্থানীয় ও সামাজিক ভাবে তারা প্রভাবশালী হওয়ায় সবসময় চাপে রাখতো রমজান আলী ও তার ছেলে আজীম আলীকে। মসজিদ থেকে ইফতার শেষ করে বাড়ি ফিরছিল আজীম। পথিমধ্যে তাকে গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায় মেহেদী। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহীম মোল্লা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক মেহেদীকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।বিডি প্রতিদিন/এএম