ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকী সমির ব্যক্তিগত উদ্যোগে ৪৫ হাজার নারীর মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ কার্যক্রম চলছে। রমজান মাসের মাঝামাঝি থেকে সদর-হরিণাকুন্ডু উপজেলা ইউনিয়নের বাজার ও বিভিন্ন গ্রামে এসব শাড়ি বিতরণ শুরু হয়। এটি চলবে ঈদের আগ পর্যন্ত।
বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন এমপি তাহজীব আলম সিদ্দিকী সমির চাচা ও জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী।
ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশীদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, এমপির পিএস রোকনুজ্জামান রিপন, সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল মন্ডল, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শফি উদ্দিন মিন্টু ও ইউপি চেয়ারম্যানরাসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই