ঈদ আনন্দ যেন ম্লান হয়ে গেছে গৃহবধূ ফাহিমার। পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে পটুয়াখালীর কলাপাড়ায় আসেন তিনি। তার বাড়ি পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। কেনাকাটার এক পর্যায়ে সুযোগ বুঝে রিকশা চালক মালামাল নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
গৃহবধূ ফাহিমা জানান, অতিকষ্টে ধার-দেনা করে শাশুড়ি ও চার বছরের এক ছেলেকে নিয়ে ঈদের কেনাকাটা করতে কলাপাড়ায় আসেন। একটি রিকশা নিয়ে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে পোশাক কেনার পরে সর্বশেষ কিনেছেন কসমেটিকস। ছেলেকে রিকশায় রেখে কসমেটিকস কেনা-কাটার জন্য এক দেকানে যান। রিকশা চালক তার শিশু সন্তানকে সেখানে নামিয়ে রেখে মালামাল নিয়ে পালিয়ে যায়।
কান্নাজড়িত কণ্ঠে ফাহিমা বলেন, থানায় গিয়ে বলেছি। তারা বল্লেন, মনিটর খারাপ। বাড়ী গিয়ে কি বলবো, অন্য বাচ্চাদের?
কলাপাড়া থানার ওসি মো. জমিস বলেন, এ বিষয়ে ওই গৃহবধূ মৌখিক ভাবে জানিয়েছেন। এর পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে খোয়া যাওয়া মালামাল উদ্ধারে তৎপরতা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল