ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট ফেজ-২ (এনএটিপি-২) এর আওতায় মঙ্গলবার সকালে বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম হাসিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ঘোষপুর ইউনিয়ন) ইমরান হোসেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিআইজি গ্রুপের ১৫০ জন কৃষক ও কৃষাণী এই কংগ্রেসে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা সিআইজি সদস্যদের মধ্যে সমন্বয় সৃষ্টি এবং সিআইজিসমূহের স্থায়িত্ব বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
বিডি প্রতিদিন/এমআই