রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে চুরির অভিযোগে গ্রাম্য সালিশে দুই লক্ষ টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে। জঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সালিশ বোর্ড এই জরিমানা নির্ধারণ করেছেন। জরিমানার অর্থ আদায়ে বাড়ি থেকে পিয়াজ ও গরু নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে লিমা সিকদার নামে এক গৃহবধূ জঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ সাত আসামির নাম উল্লেখ করে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন জঙ্গল ইউনিয়নের বাসিন্দা সুভাষ মন্ডল (৪৫), শ্রীধাম সরকার (৪০), সুনীল মন্ডল (৪০), শ্যাম সরকার (৩০), সুবল সরকার (৪৫), কানাই সরকার (৫০), বাসুদেব সরকার(৩৫)।
অভিযোগ সূত্রে জানা জায়, ১৭ এপ্রিল (সোমবার) রাতে জঙ্গল ইউনিয়নের মন্টু সরকারের বাড়িতে সালিশের আয়োজন করেন জঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও তার সহযোগীরা। সালিশে সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাসের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ তোলেন জঙ্গল ইউনিনের দখিন খালপাড়া গ্রামের নির্মল সরকারের বিরুদ্ধে। মাছ চোর হিসেবে নির্মল সরকারকে অভিযুক্ত করে দুই লক্ষ টাকা জরিমানা নির্ধারণ করেন সালিশ বোর্ড।
নির্মল সরকারের পরিবার জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সহযোগিরা লিমা সরকারের বাড়িতে গিয়ে ঘর থেকে পিয়াজের বস্তা ভরতে থাকেন। এ সময় একটি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে লিমা ‘৯৯৯’নাম্বারে ফোন করে এসব রক্ষা করেন।
জরিমানার বিষয়টি স্বীকার করেছেন জঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস। তিনি বলেন, নির্মল ছেলেটি খারাপ। এর আগেও সে পুকুর থেকে মাছ চুরি করেছিলো। এবার ধরা পড়ার কারণে তাকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ব্যাপারে রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. উজির আলী শেখ বলেন, গ্রাম আদালত আপোষ মীমাংসা করার ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা নির্ধারণ করতে পারেন। তিনি তো বর্তমানে চেয়ারম্যান নয়। এটা ক্ষমতার অপব্যবহার এবং আইনের প্রতি অনাস্থা প্রকাশ। এই ঘটনার বিচার হওয়া প্রয়োজন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. আসাদুজ্জামান বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল